রামরাইলে যাত্রীবাহী বাস খাদে, আহত-৩০
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:২৪ পূর্বাহ্ণ , ১২ আগস্ট ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। এতে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। শনিবার ভোর ছয়টার দিকেএ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে জেলার আখাউড়া উপজেলার খড়মপুর কেল্লা শাহ’র মাজারের ওরস থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিরছিল বাসটি। পথিমধ্যে বিয়াল্লিশর এলাকায় চালক ঘুমিয়ে পড়লে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ৩০ যাত্রী আহত হন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।
আহতরা ব্রাক্ষনবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আপনার মন্তব্য লিখুন