ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে দুই গাড়ির সংর্ঘষে নিহত ২
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০৭ পূর্বাহ্ণ , ৯ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
সরাইল প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বৈশামুড়া নামক স্হানে কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে সিরাজ মিয়া (৪২) ও লোকমান হোসেন (৩৮) নামে দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল নয়টার এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি জেলার বিজয়নগর উপজেলায় বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।
ভজন দাস ও সাধু দাস নামে আরও দুইজন আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ ও স্হানীয়রা জানান, ঢাকা-সিলেট মাহসড়কের বৈশামুড়া এলাকায় সিলেট অভিমুখী একটি পণ্যবোঝাই কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছের পোনাবোঝাই অপর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক সিরাজ ও হেলপার লোকমান হোসেন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,লাশ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। থানায় মামলা হবে।
আপনার মন্তব্য লিখুন