নবীনগরে আওয়ামীলীগ নেতার জামিন পাওয়ায় আনন্দ মিছিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ , ৮ আগস্ট ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শাখা আওয়ামীলীগের যুব ও ক্রীয়া সম্পাদক মো. নাছির উদ্দিনের বিরুদ্ধে প্রশাসনিক একটি মামলায় জামিন পাওয়ায় শহরে হাজারো জনতার আনন্দ মিছিল করতে দেখা গেছে।
মঙ্গলবার দুপুর ১২টায় উক্ত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব চত্ত্বরে এসে সমবেত হয়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়। নবীনগর পূর্র ইউপি আওয়ামীলীগের সভাপতি মো. সামছুল হকের সভাপতিত্বে ও পৌরসভার ৪নং ওয়ার্ড আয়ামীলীগের সভাপতি মাহাবুব আলমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী যুবরীগের সভাপতি সামস আলম,নবীনগর পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন দুলাল,সাধারন সম্পাদক মো. দুলাল মিয়া, যুবলীগ নেতা মো. সালাউদ্দিন, মো. সাইফুল ইসলাম, মো. ছাদেক চৌধুরী,রুহুল আমিন, ছাত্রীগ নেতা মো. নাছির, মোবারক হোসেন, মাহাবুব আলম প্রমুখ। এসময় আওয়ামীলীগ নেতা মো. নাছির উদ্দিন তার বিরুদ্ধে আনিত মিথ্যা মামলাটি প্রত্যাহারের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর হস্থক্ষেপ কামনা করেন এবং উপস্থিত হাজারো নেতা কর্মিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মন্তব্য লিখুন