৩০শে মার্চ, ২০২৩ ইং | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

করণের সিনেমায় তাঁরা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ , ৮ আগস্ট ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

বিনোদন ডেস্ক : ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি বেশ সাড়া জাগিয়েছিল বলিউড বক্স অফিসে। শুধু তা-ই নয়, এই ছবি দিয়ে নিজেকে সফলদের কাতারে ফেরানোর চেষ্টা করেছিলেন রণবীর কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চন। সফল হয়েছেনও। আর এই সফলতার কাতারে তাঁদের ফেরানোর কান্ডারি হিসেবে কাজ করেছেন করণ জোহর। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ দিয়ে করণ প্রমাণ করেছেন-তিনি, রণবীর কিংবা অ্যাশ কেউই ফুরিয়ে যাননি। তাই সেই ছবির সফলতা থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন একদল তারকা নিয়ে করণ আবার ফিরছেন বড় পর্দায়। তাঁর নাম ঠিক না হওয়া নতুন ছবিতে একসঙ্গে দেখা যাবে কারিনা কাপুর খান, রণবীর সিং ও আলিয়া ভাটকে।

ছবিটির নাম ঠিক না হলেও এতে কারা অভিনয় করছেন, তা নিয়ে এখন বলিউড গুঞ্জনে সরগরম। দুই ভাই ও তাদের সম্পর্ক নিয়ে ছবির গল্প। প্রধান চরিত্রে থাকবেন দুজন নায়িকাও। ইতিমধ্যে বড় ভাইয়ের চরিত্রে রণবীর সিংকে নাকি তালিকায় রেখেছেন করণ জোহর। ছোট ভাইয়ের চরিত্রে রণবীর কাপুরকে নেওয়ার কথা ছিল। কিন্তু রণবীর কাপুর শেষমেশ ‘না’ করে দিয়েছেন। অনেকের ধারণা, একই ছবিতে দুজন নায়ক থাকলে প্রথম সারির নায়কেরা অভিনয় করতে চান না। ছোট ভাইয়ের চরিত্রে বরুণ ধাওয়ানের নামও শোনা যাচ্ছে এখন। তবে বরুণ এ বিষয়ে কোনো কিছুই নিশ্চিত করেননি। রণবীর সিংয়ের প্রেমিকা হিসেবে দেখা যাবে আলিয়া ভাটকে। আর রণবীরের বোনের চরিত্রে থাকবেন কারিনা কাপুর।

আলিয়া ভাট ও রণবীর সিংআলিয়া ভাট ও রণবীর সিংমোগল আমলের প্রেক্ষাপটে সাজানো হবে ছবির গল্প। ইতিমধ্যে চিত্রনাট্য ঠিকঠাক করে ফেলেছেন পরিচালক করণ জোহর। ছবির বড় ভাই থাকবেন ইতিবাচক চরিত্রে। ছোট ভাইয়ের চরিত্রটি নেতিবাচক।

কারিনা অভিনীত শেষ ছবি ছিল ভিরে দি ওয়েডিং। বক্স অফিসে বেশ প্রশংসা কুড়িয়েছে ছবিটি। সামনে কারিনাকে দেখা যেতে পারে অক্ষয় কুমার ও দিলজিৎ দোসাঞ্ঝের সঙ্গে ‘গুড নিউজ’ ছবিতেও। আলিয়া ভাট ও রণবীর সিং একসঙ্গে অভিনয় করেছেন জোয়া আখতারের ‘গলি বয়’-এ। এখনো মুক্তি পায়নি। আলিয়ার ঝুলিতে আরও আছে ‘কলঙ্ক’ ও ‘ব্রহ্মাস্ত্র’ ছবি দুটি। পদ্মাবত ছবির পর রণবীর সিংকে দেখা যাবে ‘গলি বয়’ ও রোহিত শেঠির ‘সিম্বা’ ছবিতে। জুম

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন