ব্রাহ্মণবাড়িয়ায় জমি বিরোধে দু’পক্ষের সংর্ঘষ, গুলিবিদ্ধ ২
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ , ৬ আগস্ট ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উলচাপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে আপন সহদর দুই ভাইয়ের দু’পক্ষের সংর্ঘষে গুলিবিদ্ধ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোহম্মদ আলী (৩৮) ও বাবুল মিয়া দুইজনকে গুরুতর আহত অবস্হায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দ্রুত ঢাকায় প্রেরণ করে।
স্হানীয়রা জানায়, উপচাপাড়া গ্রামের মৃত: মালু মিয়ার দুই ছেলে আবুল ও কাইয়ূমের মর্ধ্যে পৈএিক সূএের জমি বিক্রি নিয়ে দীর্ঘদিন যাবৎত বিরোধ চলে আসছিল। সকালে বহিরাগত কিছু সন্ত্রাসী উপস্হিত দুপক্ষের মাঝে সংর্ঘষে বাধঁলে এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া করে গুলিবর্ষণ করে। এসময় বেশ কয়েকজন আহতের মর্ধ্যে মোহম্মদ আলী ও বাবুল দুইজন গুলিবিদ্ধ হন।
ব্রাহ্মণবাড়িয়ায় সদর মডেল থানার (ওসি) মো: নবীর হোসেন বলেন, ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্হিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।
আপনার মন্তব্য লিখুন