বিজয়নগরে বিলের পানিতে যুবকের মরদেহ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ , ৬ আগস্ট ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
বিজয়নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিল থেকে সুজন মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ জুলাই) দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রাম সংলগ্ন দেউদুনিয়া বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুজন একই ইউনিয়নের চাউরাখোলা গ্রামের মনতাজ মিয়ার ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বলেন, নির্মাণাধীন সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশে দেউদুনিয়া বিলের পানিতে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। কেউ ওই যুবককে হত্যার পর বিলের পানিতে ফেলে রেখে পালিয়ে যায়। নিহতের মাথায় কুপের আঘাত রয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসাপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
আপনার মন্তব্য লিখুন