আশুগঞ্জে চলামান পরিস্থিতি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়॥
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:১০ পূর্বাহ্ণ , ৬ আগস্ট ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নিজস্ব প্রতিবেদক॥ দেশের চলামান পরিস্থিতি নিয়ে আশুগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের নিয়ে জরুরী মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। রবিবার বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্সে রুমে উপজেলা নির্বার্হী কর্মকর্তা মৌসুমী বাইন হিরার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মনিরুজ্জামান ফকির, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, আড়াইসিধা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া, লালপুর এসকে দাস উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুর্শেদ মাষ্টার, ফিরোজ মিয়া কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান জিন্নাহ, চর চারতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী মহিউদ্দিন মোল্লাসহ উপজেলার কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, প্রতিষ্ঠান প্রধানগন বক্তব্য রাখেন।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে পাঠদান নিশ্চিত করা এবং যে কোন পরিস্থিতিতে প্রতিষ্ঠান প্রধানের সমন্বয়ে পরিস্থিতি মোকাবেলা করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহীনির সহযোগীতা নিতে বলা হয়েছে। সেই সাথে শিক্ষার্থীদের সাথে ভালো ব্যবহার দিয়ে বুঝাতে প্রতিষ্ঠান প্রধানকে বলা হয়।
আপনার মন্তব্য লিখুন