৯দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মিছিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৩২ পূর্বাহ্ণ , ৫ আগস্ট ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ৯ দফা দাবী আদায়ের লক্ষ্যে এবং ঢাকায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ছাত্রধর্মঘটের অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে।
এসময় তারা ক্লাস বর্জন করে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্লেকার্ড নিয়ে নানা স্লোগান দেয়। একপর্যায়ে কয়েকশত শিক্ষার্থীরা শহরের প্রধান সড়কে মিছিল নিয়ে রেল গেইট অতিক্রম করে পুনরায় কলেজে ফিরে যায়। মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
শিক্ষার্থীরা দ্রত তাদের ৯দফা দাবী বাস্তবায়নের জন্য এবং শিক্ষার্থীদের উপর হামলা কারীদের গ্রেফতার করে বিচারের দাবী জানান সরকারের নিকট।
আপনার মন্তব্য লিখুন