৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় প্রধান ডাকঘরে ছিনতাইয়ের ঘটনায় আটক ১

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৫০ পূর্বাহ্ণ , ৩ আগস্ট ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার শহরের কাচারীপাড়ে অবস্থিত প্রধান ডাকঘরে টাকা ছিনতাইয়ের ঘটনায় আলী মিয়া (৫৫) নামক একব্যক্তিকে আটক করছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি জেলার আশুগঞ্জ উপজেলার  চরচারতলা গ্রামের মৃত: রাজা মিয়ার ছেলে।
প্রর্ত্যক্ষদর্শীরা জানান, ডাকঘরের ভিতর থেকে এক মহিলা  ব্যাগ থেকে টাকা ছিনতাইয়ের করে পালিয়ে যাওয়ার সময় মহিলা ও আশেপাশের চিৎকারে রাস্তায় টহলরত পুলিশের তাকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে প্রধান ডাকঘরের দায়িত্বরত পোষ্ট মাষ্টারের কাছে জানতে গিয়ে দোতলার প্রধান ফটক দুপুরে তালাবদ্ধ পাওয়া যায়।নীচে খোঁজ করেও পোষ্ট মাষ্টারের কোনরকম খোঁজ পাওয়া যায়নি। এসময় মূল গেইটের সামনে ডাকঘরে আসা বেশ  কয়েকজন গ্রাহক  ডাকঘরে বিভিন্ন অনিয়ম আর নিরাপওার বিষয়টি নিয়ে নানা- রকম অভিযোগ করেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নবীর হোসেন বলেন, প্রধান ডাকঘরের ভিতর থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন