নাসিরনগরে সৎ বাবার হাতে ৮ বছরের শিশু খুনের অভিযোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ , ৩ আগস্ট ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নাসিরনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সৎ বাবার হাতে রকিব মিয়া নামে ৮ বছরের এক শিশু পুত্র খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে জেলার নাসিরনগর উপজেলার পূর্ব ধরমন্ডল গ্রামে ঘটনাটি ঘটে।সন্ধ্যায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় পুলিশ সৎ বাবা মরন মিয়াকে আটক করে।
এলাকাবাসীর অভিযোগ, বিকেলে মাদকাসক্ত মরন মিয়া তার ৮ বছরের শিশু রকিবকে মেরে খাটের উপর কাপড় দিয়ে ঢেকে রাখে। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে মরনকে আটক করে রাখে। পরে খাট থেকে রকিবের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির দেহে আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়। তবে কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে তা এখনো জানাযায়নি।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে হত্যার অভিযোগে তার মাদকাসক্ত পিতাকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মন্তব্য লিখুন