ইংল্যান্ডের হাজারতম টেস্টে অশ্বিনের স্পিন জাদু
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ , ২ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়া টাইমস ডেস্ক: টেস্ট ক্রিকেটে অনন্য এক মাইলফলক স্পর্শ করলো ইংল্যান্ড। প্রথম দল হিসেবে হাজারতম টেস্ট খেলতে নামলো তারা। এজবাস্টনে ভারতের বিপক্ষে সেই ম্যাচের প্রথম দিন জো রুট ও জনি বেয়ারস্টোর হাফসেঞ্চুরিতে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে মনমতো দিন কাটাতে পারেনি স্বাগতিকরা।
অশ্বিন ১৩ রানে কুককে বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন। তারপর জেনিংসকে নিয়ে ৭২ রানের জুটি গড়েন রুট। ৪২ রানে জেনিংসকে ফিরিয়ে তাদের বিচ্ছিন্ন করেন মোহাম্মদ শামি। ভারতের এই পেসার নিজের দ্বিতীয় শিকার বানান ডেভিড মালানকে (৮) এলবিডাব্লিউ করে।
রুট দারুণ সঙ্গ পান বেয়ারস্টোর সঙ্গে। একশ ছাড়ানো জুটি গড়েন তারা। কিন্তু ১০৭ বলে হাফসেঞ্চুরি করা রুট ৮০ রানের বেশি করতে পারেননি। বিরাট কোহলি তাকে রান আউট করে ফেরান। ইংলিশ অধিনায়ক ফেরার পর ৭০ রানে উমেশ যাদবের কাছে বোল্ড হন বেয়ারস্টো।
২৫ ওভারে ৭ মেডেনসহ ৬০ রান দিয়ে ৪ উইকেট নেন অশ্বিন।
আপনার মন্তব্য লিখুন