সড়ক পরিবহন আইনে সম্মতি দিয়েছে আইন মন্ত্রণালয়
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ , ১ আগস্ট ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়া টাইমস প্রতিনিধি : সড়ক পরিবহন আইনে ভেটিং (সম্মতি) সম্পন্ন করেছে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী আনিসুল হক বুধবার (১ আগস্ট) এ আইনে ভেটিং সম্পর্কিত নথিতে অনুমোদন দেন। নথিটি এরপর সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। সচিবালয়ে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে আইনমন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনায় যে শাস্তি হওয়া উচিৎ, তার সর্বোচ্চটাই থাকছে সড়ক পরিবহন আইনে।
আইনমন্ত্রী বলেন, ‘পরিষ্কার করে বলতে চাই, এটা অত্যন্ত আধুনিক একটা আইন হয়েছে।’
আনিসুল হক বলেন, ‘আইনটিতে তড়িৎ গতিতে বিচারের ব্যবস্থা রাখা হয়েছে এবং কোনও অপরাধী ফাঁকফোঁকর দিয়ে বের হতে পারবে না। কেউ বড় অপরাধ করে কম শাস্তি পাবে না। আবার ছোট অপরাধ করে বড় শাস্তি পাবে না। এছাড়া, ১২টি পয়েন্ট রাখা হয়েছে, ড্রাইভারের নানা ভুলের শাস্তি হিসেবে ব্যবহার হবে এই পয়েন্ট।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চান, আইনটি দ্রুত পাস হোক এবং অপরাধীরা শাস্তি পাক।’
প্রসঙ্গত, গত বছরের ২৭ মার্চ এই আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। আইন মন্ত্রণালয় থেকে সড়ক পরিবহনে পাঠানো আইনটির খসড়া এখন চূড়ান্ত অনুমোদন দেবে মন্ত্রিসভা। ওই অনুমোদনের পর তা পাস করতে সংসদে তোলা হবে।
আপনার মন্তব্য লিখুন