প্রত্যেকেরই নিয়মিত বইপড়া চর্চা করা উচিত-জেলা প্রশাসক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ , ১ আগস্ট ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিশ্বসাহিত্য কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার আয়োজনে বইপড়া কর্মসূচী ২০১৭ এর পুরস্কার বিতরণ ও নবীন সদস্য বরণ ২০১৮ অনুষ্ঠান মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক এ জেড এম আরিফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরীর সহ সভাপতি মুহম্মদ মুসা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠক এস আর এম ওসমান গণি সজিব। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, বই পড়লে সুপ্ত প্রতিভা ও জ্ঞানের বিকাশ ঘটে। তাই আমাদের জীবনে সাধারণ জ্ঞানের প্রয়োজনীয়তা অপরিসীম। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে, চাকুরীর ইন্টারভিউয়ের ক্ষেত্রে, প্রায় সব ক্ষেত্রেই সাধারণ জ্ঞানের প্রয়োজন দেখা যায়। তাই আমাদের প্রত্যেকেরই নিয়মিত বইপড়া চর্চা করা উচিত।
আপনার মন্তব্য লিখুন