আমরা দূতাবাসের সেবাকে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই ; রাষ্ট্রদূত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ , ২৪ জুলাই ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
জহির রায়হান, লেবানন থেকে: আপনারা যাঁরা দূর-দূরান্তে থাকার কারণে দূতাবাসে আসতে পারেন না আমরা দূতাবাসের সেবাকে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। তাই আমরা লেবাননের বিভিন্ন অঞ্চলে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করি। আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে।
গত রবিবার বিকেলে লেবাননের জুবাইল এলাকার হালাত মিউনিসিপালিটির প্রাইম ভিলিজ স্পোর্টস অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশী কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার এসব কথা বলেন। জুবাইল এলাকার সধারণ প্রবাসী বাংলাদেশীদের সার্বিক সহযোগীতায় বৈরুত বাংলাদেশ দূতাবাস এ আয়োজন করেন।
রাষ্ট্রদূত বলেন, দূতাবাসের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে আমরা চালু করেছি হেল্পডেস্ক। এছাড়াও সোস্যাল মিডিয়ায় আমাদের দূতাবাস ফেইসবুক পেইজে আপনাদের যেকোন সমস্যার কথা জানাতে পারেন। তবে দূতাবাসে লোকবল সঙ্কটের কারণে সব সমস্যা হয়তো তাৎক্ষুণিক সমাধান দিতে পারিনা। দেরিতে হলেও সব সমস্যার সমাধান করতে চেষ্টা করি।
তিনি বলেন, দালালদের জন্য দূতাবাস নয়, দূতাবাস প্রবাসীদের জন্য। অতএব দালালদেরকে এড়িয়ে চলুন এবং নিজের সমস্যাদি নিয়ে নিজেই দূতাবাসে আসুন। এখানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত দূতাবাস।
বক্তব্য শেষে মতবিনিময় সভায় রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার প্রবাসীদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধান করবেন বলে প্রবাসীদের আশ্বস্ত করেন।
সেখানকার স্থানীয় প্রবাসী বাংলাদেশী আকাশ মিয়ার সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। এছাড়াও সভায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিকসহ প্রায় দুই শতাধিক প্রবাসী বাংলাদেশী শ্রমিক উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন