লেবানন থেকে বিনা জরিমানায় দেশে ফিরছেন ২১০জন অবৈধ বাংলাদেশী
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ , ২১ জুলাই ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
জহির রায়হান, লেবানন থেকে: লেবাননে অবৈধ ২১০ জন প্রবাসী বাংলাদেশির হাতে বিমানের টিকেট তুলে দিয়েছেন বৈরুতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।
আগামী ২২, ২৬, ২৭ ও ২৮ জুলাই তাঁদেরকে কাতার এয়ারলাইন্সে করে বাংলাদেশে পাঠানো হবে। এরমধ্যে ১৩ জন অসুস্থ প্রবাসী রয়েছেন।
রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার ২০১৫ সালে বৈরুত দূতাবাসে যোগদানের পরই প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় শুরু করেন। প্রতিটি মতবিনিময় সভায় ইকামাবিহীন অবৈধ প্রবাসী বাংলাদেশিদের প্রধান দাবি ছিলো- তাঁদেরকে দূতাবাসের সহযোগিতায় জরিমানা ছাড়া যেন বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেয়া হয়।
দেশটিতে অনেক প্রবাসী বাংলাদেশি ১০-১৫ বছর যাবত অবৈধভাবে রয়েছেন। দেশে যেতে চাইলেও নানান আইনি জটিলতায় যেতে পারছিলেন না। এছাড়া প্রত্যেক পুরুষ কর্মীকে বছরে ২৭০ মার্কিন ডলার ও নারী কর্মীকে ২০০ মার্কিন ডলার জরিমানা দিয়ে দেশে যেতে হয়। অবৈধ প্রবাসীদের পক্ষে প্রতি বছর জরিমানার এই বিশাল টাকার অঙ্ক যোগাড় করা খুব কঠিন।
এই সমস্যা সমাধানে রাষ্ট্রদূত লেবানন সরকারের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ শুরু করেন। লেবানন সরকারও তাঁর আহ্বানে সাড়া দেয়। যার ধারাবাহিকতায় ২০১৬ সালে বৈরুত দূতাবাস অবৈধ প্রবাসীদের নির্দিষ্ট সময়ের মধ্যে দূতাবাসে নাম লিপিবদ্ধ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। আবেদনে সাড়া দিয়ে প্রায় চার হাজার ২শ’ প্রবাসী দূতাবাসে নাম নিবন্ধন করেন। এর মধ্যে থেকে তিন হাজার ৯শ’ অবৈধ প্রবাসীকে জরিমানা ছাড়াই শুধু বিমান টিকেটের টাকা পরিশোধ করে দেশে ফেরত পাঠানো হয়েছে। ধাপে ধাপে নিবন্ধিত সকল অবৈধ প্রবাসীকে দেশে পাঠাচ্ছে বাংলাদেশ দূতাবাস। এদের মধ্যে যেসব প্রবাসীর সঙ্গে সন্তান রয়েছে বা যারা দীর্ঘদিন ধরে অসুস্থ তাঁদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
দূতাবাসে টিকেট নিতে আসা প্রবাসী বাংলাদেশিরা জানান, দীর্ঘদিন পর জরিমানা ছাড়া দেশে ফেরত যেতে পেরে তাঁরা অনেক আনন্দিত। আবার অনেক প্রবাসী জানান, অবৈধ প্রবাসীদের দেশে না পাঠিয়ে দু’দেশের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বৈধ করার ব্যবস্থা করতে পারলে তাঁদের জন্য ভালো হতো, সেইসাথে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ আরো বৃদ্ধি পেতো।
অবৈধ প্রবাসীদের বৈধ করার ব্যাপারে রাষ্ট্রদূত বলেন, গত আট মাস আগে থেকেই আমরা অবৈধ প্রবাসীদের বৈধ করার ব্যাপারে লেবানন প্রশাসনের উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। বিগত কয়েক মাস আগে লেবাননে জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে। এখনো সরকার গঠিত হয়নি। আশা করছি, নতুন সরকার গঠনের পরই আলোচনায় আরো অগ্রগতি হবে। এ ব্যাপারে বৈরুত দূতাবাস আন্তরিকতার সঙ্গেই কাজ করছেন বলে জানান তিনি।
আপনার মন্তব্য লিখুন