ব্রাক্ষনবাড়িয়ায় সিলেটগামী জয়ন্তীকা এক্স্রপ্রেসের চালক দুর্বৃত্তদের হামলায় আহত আটক পড়েছে ট্রেন, যাত্রীদের দুর্ভোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ , ২০ জুলাই ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেস্টাফ রিপোর্টার, ব্রাক্ষণবাড়িয়া
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলায় সিলেটগামী জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেনের (এলেম) সহকারী চালক মোঃ আলী হোসেন গুরুতর আহত হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৩ ঘন্টা ধরে ঐ ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আটকা পড়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা বিমানবন্দর রেলষ্টেশনে যাত্রা বিরতীকালে ট্রেনের উঠা নিয়ে সহকারী পরিচালকের সাথে কয়েকজন যুবকের বাকবিতন্ডা হয়। পরে এ ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রবিরতীর সময় দুর্বৃত্তরা ট্রেনের চালক মোঃ আলী হোসেনকে বেধম প্রহার করে। স্থানীয়রা তাকে দ্রæত জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। ঘটনার পর থেকে সিলেটগামী ঐ ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আটকা পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেলওয়ে সূত্র জানায়, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে ট্রেনটি আটকা পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।
আপনার মন্তব্য লিখুন