৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাক্ষনবাড়িয়ার কসবায় গ্যাস কুপ খনন কাজ আবার শুরু, চলছে পরীক্ষন আটকে যাওয়ায় ড্রিলিং পাইপ সচল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ , ২০ জুলাই ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
এক সপ্তাহ বন্ধ থাকার পর আবার ব্রাক্ষনবাড়িয়ার কসবা গ্যাস ক্ষেত্রের খনন কাজ শুরু হয়েছে। সে সাথে চলছে কুপটির পরীক্ষন কাজ। গত সপ্তাহে (১৩ জুলাই) কসবা অনুসন্ধানী গ্যাস কুপ খনন কালে মাটির সাড়ে ৮ হাজার ফুট তলদেশে ড্রিলিং পাইপ আটকে যায়। এতে খনন কাজ বন্ধ থাকে। এরপর কর্মকর্তারা এর মেরামত কাজ শেষ করে। আজ বৃহস্পতিবার থেকে আবার কুপ খনন কাজ শুরু হয়েছে। ২৫শ ৪৭ মিটার তলদেশে যাবার পর এ বিপত্তি দেখা দেয়। সরকারের রূপকল্প-৩ ও ১ এর মে মাসে পৃথক দুটি অনুসন্ধানী কূপ খনন কাজ শুরু হয়েছে। বাপেক্স নিজস্ব জনবল ও রিগ দিয়ে এ কাজটি শুরু করে। গ্যাস ডেভেলপম্যান্ড ফান্ডের অর্থায়নের ২টি কুপ খননে ব্যায় হবে প্রায় ১শ ৭৫ কোটি টাকা। কসবা-১ কুপ সাড়ে ৫ একর জায়গার উপর প্রতিষ্ঠিত। এ অনুসন্ধানি কূপের খনন কাজ সম্পন্নের পথে। চলতি মাসেই এ কূপের খনন কাজ শেষ হওয়ার কথা। ভ্যার্টিকাল (খাড়াখাড়ি) পদ্ধতিতে মাটির ৩ হাজার মিটার গভীরে ড্রিলিং পাইপ বসানো হবে। তবে ২৫ শ ৪৭ মিটার তলদেশ থেকে এ সমস্যা দেখা দেয়। মাটির তলদেশে বিশেষ ক্যামেরা স্থাপনের মাধ্যমে মাটির স্তরের অবকাঠামো ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়ার পর একজন কর্মকর্তা জানান. প্রাথমিক ভাবে ২টি গ্যাস জোন এর উপস্থিতির আলামত পাওয়া গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন