৭ই জুন, ২০২৩ ইং | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

লেবাননে ব্যাবসা বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ , ১৮ জুলাই ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

জহির রায়হান, লেবানন থেকে: লেবাননের বিবি এনার্জি গ্রুপ ও বাংলাদেশের রানার গ্রুপের মধ্যে বিনিয়োগ সংক্রান্ত  সমঝোতা স্বাক্ষর হয়েছে। ১৭ জুলাই  লেবাননের রাজধানী বৈরুতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে রানার গ্রুপের তিন সদস্যের প্রতিনিধি ও বিবি এনার্জি  গ্রুপের প্রতিনিধিরা ছাড়াও বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আবদুল মোতালেব সরকার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লেবাননের বিবি এনার্জি গ্রুপ ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে একটি অত্যন্ত সুপরিচিত ও ঐতিহ্যবাহী নাম। ১৯৩৭ সাল থেকে তাঁরা এশিয়া, ইউরোপ ও আফ্রিকায় তেল ও গ্যাস ক্ষেত্রে ব্যবসা ও বিনিয়োগ করে আসছে। বিশ্বের ১৩ টি দেশে এ কোম্পানি দক্ষতার সংগে কাজ করছে। বাংলাদেশেও তাদের বিনিয়োগ রয়েছে। স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী বিবি এনার্জি বাংলাদেশে এলপিজি সিলিন্ডার  উৎপাদনের লক্ষ্যে একটি কারখানা স্থাপন বাবদ প্রাথমিকভাবে ৫-৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন