নারীর শরীর খরস্রোতা নদীর মতন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ , ২৯ জুন ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেনারীর শরীর খরস্রোতা নদীর মতন স্বপ্ন নিবিড় ঝর্ণার ভিতর গভীর প্লাবন, বুক ভরা তার শীতল জল রাতদিন টলমল কলকল ভিতরে গোপন মহাপ্রলয় করে গর্জন নিচে তার রয়েছে অশান্ত জ্বলন্ত আগুন,কারো পাশে থেকে তৃষ্ণায় জ্বলে নীরব দগ্ধ হয় কোন কিছু না বলে, কখনো সে মুগ্ধ জলে ডুবে রয় স্নেহের পরশে প্রেমময় কথা কয়, মনে হয় এ সময় স্বর্গ নেমে আসে ঘরে
তবুও সে জ্বলে পুড়ে মরে রাতের অন্ধকারে। পুরুষ হতে ব্যথা পেয়ে যতই ভাঙ্গে হাড় সে আঘাত পৃথিবীর মতই সয়ে রয়, ভিতরে তার ঝর্ণা ধারার আগুনের পাহাড় কোন কিছু না বলে রাতদিন জ্বলে রয়, নীরবে তার বুক জ্বলে যায় পুড়ে যায় প্রেম প্রীতি অতীত স্মৃতি ভুলে যায় ছাই ভস্ম হয় রূপময় ব্যথার হৃদয় তবু হায় কোন কথা নয় ক্ষিপ্তা চিত্ত নীরব রয়। অতৃপ্ত শরীর প্রেমের পরিতৃপ্তি খোঁজে গভীর নির্জনতার ভিতর,জন্মের আস্বাদ পেতে চায় চোখ বুঁজে শোকে জ্বলে পাষাণ পাথর, কারো পাশে থেকে থাকে অনেক দূর কারো সন্ধ্যার অন্ধকার কারো হয় ভোর, হাতের বীণার ঝংকারে দূর একতারায় সুর তুলে বুকের আগুন নিভাতে পিঠেতে বৃষ্টির জল ঢালে। ঝড়ের তাণ্ডবে ভাঙ্গে যখন কোন পার অন্য পার হয় তার স্বর্গের পারাপার, সৃষ্টির রহস্যময় এ নারী হৃদয় কখন যে কী কেন “না” কখনো “হ্যাঁ ” হয় ভুল হয়েছিল অতীত আদিম ঋষি দেবতার এখনো ভুল করে পৃথিবীর পুরুষ তা বুঝবার।
-মঞ্জুরুল হক তারা
আপনার মন্তব্য লিখুন