লেবাননে বিএনপি ত্রিপলি শাখা কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ , ১২ জুন ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
লেবানন থেকে জহির রায়হান: বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বিএনপির ত্রিপলি শাখার উদ্যোগে গত রবিবার (১০ জুন) ত্রিপলির মালাব বালাদিয়ে ক্যাফেটেরিয়ায় এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রধান উপদেষ্টা এনায়েত উল্লাহ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবানন কেন্দ্রীয় বিএনপির সভাপতি মফিজুল ইসলাম বাবু।
উক্ত আলোচনা সভায় শহীদ জিয়ার কর্মময় জীবন ও আদর্শ সম্পর্কে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন, লেবানন কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা মোঃ মানিক মোল্লা, আব্দুল তাহের খালেক, আব্দুল হালিম, আব্দুল রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান মুজিব, যোগাযোগ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, অর্থ সম্পাদক আব্দুল কাদের, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম, শ্রমিক দলের সভাপতি দিদার খাঁন, দপ্তর সম্পাদক জি.এম সুমন, আইন আল রোমানী শাখার সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন ইকবাল, কর্মজাইতুন শাখার সভাপতি আব্দুল্লাহ হাজারী, এন্তালিয়েস শাখার সভাপতি পিন্টু, ত্রিপলি শাখার সভাপতি আলাউদ্দিন সরদার, সহ-সভাপতি লাল চাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জু মিয়া, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, মহিলা সম্পাদিকা আছমা আক্তার, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক মহিউদ্দিন, ক্রীড়া সম্পাদক ইসলাম প্রমূখ।
পরে শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার মুক্তি কামনাসহ দেশ এবং জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন সংগঠনের অর্থ সম্পাদক মাহমুদুল হাসান।
আপনার মন্তব্য লিখুন