২রা জুন, ২০২৩ ইং | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

আখাউড়ায় এক শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ , ২৮ মে ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মনবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার এলাকায় এক শিশু কে ফুসলিয়ে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত বখাটে যুবকের নাম মোঃ হামজা (২০) । সে উপজেলার ধরখার ইউপির ছতুরা শরীফ গ্রামের বাসিন্দা এবং ধর্ষিত শিশুটি স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর পুলিশ হামজা কে আটক করে আজ সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাটিয়েছে।

ঘটনার বিবরন ও মামলা সুত্রে জানা গেছে, গতকাল রবিবার সকালে স্থানীয় ধরখার এলাকার তন্তর বাসস্ট্যান্ড বাজারে শিশুটি একা আসলে বখাটে হামজা তাকে চকলেটের লোভ দেখিয়ে বাজারের একটি মার্কেটের টয়লেটে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষন করে হামজা পালিয়ে যায়। শিশুটির চিৎকারে প্রত্যাক্ষদর্শীরা এগিয়ে গিয়ে শিশুটি কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তার মা বাবা কে খবর দেওয়া হয় পরে আহত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে ব্রাহ্মনবাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীরা জানিয়েছেন, বখাটে হামজার হাতে এর আগেও একাধিক শিশু বলাৎকারের ঘটনা ঘটেছে তবে মান-ইজ্জতের ভয়ে কেউ মুখ খোলেনি। সে এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে মোবাইল চুরিসহ একাধিক চুরির ঘটনার সঙ্গেও জড়িত বলে স্থানীয়রা অভিযোগ করেন।

আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, অভিযুক্ত লম্পট হামজাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন