লেবাননে জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৪৭ পূর্বাহ্ণ , ৯ মে ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
লেবাননে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মোঃ দিদার খাঁন’কে প্রধান আহ্বায়ক এবং মোঃ সোহেল আহমেদ পলাশ ও মোঃ আসাদুর রহমান আসাদ’কে যুগ্ম আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন লেবানন কেন্দ্রীয় বিএনপি।
গত সোমবার (৭ মে) লেবানন কেন্দ্রীয় বিএনপির সভাপতি মফিজুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক জাকির হোসেন জাকির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, লেবানন শ্রমিক দলের আহ্বায়ক কমিটি খুব অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির উপহার দিবে এবং লেবানন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের ১৯ দফা বাস্তবায়নের লক্ষে কাজ করবে এবং লেবানন প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থাকবে। (খবর বিজ্ঞপ্তি)।
আপনার মন্তব্য লিখুন