প্রতিবেশীর টয়লেটে শিশুর মরদেহ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ , ৭ মে ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
নাছিরনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রতিবেশীর টয়লেট থেকে রিয়া আক্তার (৭) নামে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ধরমণ্ডল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিয়া ওই গ্রামের প্রবাসী আবদুল আজিজের মেয়ে।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত তিন দিন ধরে রিয়ার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
এ ঘটনায় রিয়ার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। বুধবার দুপুরে রিয়ার প্রতিবেশী শাহআলম মিয়ার বাড়ির টয়লেটে রিয়ার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, নিহতের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আপনার মন্তব্য লিখুন