২৩শে মার্চ, ২০২৩ ইং | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

পুরনো প্রেমিকের সাথে ছবি দিয়ে যা বললেন দীপিকা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ , ৭ মে ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

বিনোদন ডেস্ক: বলিউড তারকা দীপিকা পাডুকোন ও রনবীর কাপুর জুটির কথা ছিলো সবারই জানা। তবে সে প্রেম এখন আর না থাকলেও দুই তারকাকে এখনো মাঝে মাঝে দেখা যায় একসাথে। গত এপ্রিলে শাবানা আজমী আয়োজিত একটি ফ্যাশন শোতে একসঙ্গে র্যাম্পে হেঁটেছেন দীপিকা রনবীর। সেখানেই তোলা একটা ছবি সম্প্রতি ব্যাক্তিগত ইনস্টাগ্রাম একাউন্টে প্রকাশ করেন দীপিকা।

আর ছবিটির ক্যাপশনে লিখেন ‘জাব ন্যায়না মিট বানি’। মূলত এই তারকা জুটি অভিনীত ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিবানি’ ছবিটিতে দুজনের নাম ব্যবহার করেছেন দীপিকা। এই এই টুইটটি ছড়িয়ে গেয়ে অল্প সময়ের মধ্যে। এই জুটির ভক্তরা আশা বুক বাঁধতে শুরু করেছেন। দুজনের এই সখ্যতা দেখে ভক্তরাও মেতেছেন খুনসুটিতে।

ইনস্টাগ্রামের সেই ছবিটির নিচেই অনেকে লিখেছেন ভাঙ্গা সম্পর্কটি জোড়া লাগলে খুবই চমৎকার লাগতো, কারন দুজনকে মানায় বেশ ভালো।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন