২৯শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

কসবায় দুর্ঘটনায় আহত ২ কিশোরের মৃত্যু

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ , ৭ মে ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাকচাপায় আহত বাকি দুই কিশোরও মারা গেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল তিনজন।

নিহত ফয়সাল (১৮) জেলার কসবা উপজেলার কুটি গ্রামের ইধন মিয়ার ছেলে ও সজল (১৮) মঈনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

কসবা সর্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে কসবা উপজেলার শাহপুর এলাকায় পণ্যবোঝাই একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নুরুল আমিন (২২) মারা যান। এ ঘটনায় আহত হয় মোটরসাইকেলে থাকা ফয়সাল ও সজল। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন