লেবাননে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ , ১ মে ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
লেবানন থেকে জহির রায়হান: লেবাননে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশী প্রবাসীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
গতকাল রবিবার (২৯ এপ্রিল) দুপুর ২ টায় দূতাবাস হল রুমে আয়োজিত বাংলাদেশ দূতাবাস এর উদ্দ্যোগে এবং ইউনিফিল–এ নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর মেডিকেল টিম ‘ব্যানকন-৮’ এর সহায়তায় লেবাননে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের বিনামূল্যে সাধারন স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানের মাধ্যমে এই সেবা দেওয়া হয়।
দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার গত বছর ২০১৭ সালে প্রবাসী বাংলাদেশীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা উদ্বোধন করার পর এই নিয়ে মোট ষষ্ঠ বারের মত সেবা গ্রহণ করেন প্রবাসী বাংলাদেশীরা।
এ বছর প্রবাসীদের জন্য দ্বিতীয় বারের মত আবারও বিনামূল্যে চিকিৎসা সেবা-২০১৮ এর উদ্ধোধন করলেন দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান সায়েম আহমেদ। দূর দূরান্ত থেকে আগত প্রায় আড়াই শতাধিক রোগী দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
এসময় আগত প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন, এখন থেকে প্রতিমাসে অন্তত একবার হলেও প্রবাসীদের জন্য বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখবেন। যে সকল প্রবাসীরা বিভিন্ন জটিল রোগে ভুগছেন, সেই সকল প্রবাসীদেরকে দূতাবাসের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদানেরও আশ্বাস দেন তিনি। প্রবাসী কর্মীদের উন্নয়নে দূতাবাসকে সহায়তার জন্য তিনি সকল প্রবাসী এবং কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
আপনার মন্তব্য লিখুন