লেবানন শ্রমিক লীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ , ২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
জহির রায়হান, লেবানন থেকে: লেবানন আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠন শ্রমিক লীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে লেবানন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি।
গত মঙ্গলবার (২৪ এপ্রিল) লেবানন কেন্দ্রীয় আওয়ামীলীগের এক জরুরী বর্ধিত সভা শেষে সভাপতি বাবুল মুন্সী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শ্রমিক লীগের কমিটি স্থগিত ঘোষণা করা হয়।
এতে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে শ্রমিক লীগের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হবে। ঘোষণাকৃত নতুন কমিটির নেতৃত্বে আগামী “আন্তর্জাতিক মে দিবস” এর অনুষ্ঠান পালনের সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে। এই দুই সপ্তাহ লেবানন শ্রমিক লীগের সকল সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও দলীয় হোয়াটঅ্যাপ গ্রুপে দলের সকল নেতাকর্মীদেরকে অবগত করতে দলটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু একটি ভয়েজ রেকর্ডও দিয়েছেন।
জানা যায়, লেবানন কেন্দ্রীয় আওয়ামীলীগের কমিটি নিয়ে দলীয় কোন্দল, নেতাকর্মীদের মধ্যে নানা মতপার্থক্য, বিরোধ দীর্ঘদিনের। নতুন কমিটি ঘোষণার পর সাংগঠনিক কার্যক্রম কিছুদিন ঠিকঠাকভাবে চললেও দলের নেতাকর্মীদের মধ্যে সমন্বয়হীনতার কারণে তাদের দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে ফুটে উঠেছে দলটির আভ্যন্তরিন অন্ত:কোন্দলের চিত্র।
এদিকে শ্রমিক লীগের সভাপতি রানা ভূঁইয়ার সাথে আলাপকালে তিনি জানান, কোন কারণ দর্শানোর নোটিশ ছাড়াই কিভাবে শ্রমিক লীগ কমিটিকে বিলুপ্ত কিংবা স্থগিতাদেশ দিতে পারে তা আমার বোধগম্য নয়। তিনি এ স্থগিতাদেশের তীব্র নিন্দা জ্ঞাপণ করেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক মে দিবস’ যথাসময়ে উদযাপন করা হবে।
এ বিষয়ে লেবানন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু মুঠোফোনে জানান, তাদের সাংগঠনিক যেকোন কর্মকান্ডে কেন্দ্রীয় কমিটিকে অবিহিত করতে চায় না। এছাড়া শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা লেবানন কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে জমা দিতে একাধিকবার তাগিদ দিলেও তারা বিষয়টি আমলে নেননি। এমতাবস্থায় কেন্দ্রীয় আওয়ামীলীগের এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে শ্রমিক লীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
তিনি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে লেবানন শ্রমিক লীগের নতুন কমিটির ঘোষণা দেওয়া হবে এবং ঘোষণাকৃত নতুন কমিটির নেতৃত্বে ‘আন্তর্জাতিক মে দিবস’ উদযাপন করা হবে।
আপনার মন্তব্য লিখুন