২৩শে মার্চ, ২০২৩ ইং | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

লেবাননে বাঙালির প্রাণের উৎসব বৈশাখ উৎযাপন করবে আগামী রবিবার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ , ২০ এপ্রিল ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

জহির রায়হান, লেবানন থেকে: বাংলা বছরের প্রথমদিন উৎযাপন প্রতিটি বাঙালির সার্বজনীন উৎসব। তাই লেবাননে বৈরুত “বাংলাদেশ দূতাবাস” প্রতি বছরের ন্যয় এইবারেও বিশেষ আয়োজনে পহেলা বৈশাখ-১৪২৫ উৎযাপন করতে যাচ্ছে।

আগামী রোববার (২২ এপ্রিল) বিকাল ৩ টায় রফিক হারিরি স্টেডিয়ামের বিপরীতে, ইউনেস্কো অফিসের পাশে, জিব্রান এন্ড্রাউস টুয়েনি পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দূতাবাসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

উল্লেখ্য, এই উৎসবটি বৈশাখের প্রথমদিন হওয়ার কথা থাকলেও সেদিন কর্মদিবস থাকায় এবং প্রবাসী বাংলাদেশীদের আরো বেশি উপস্থিতি/অংশগ্রহণ করার লক্ষ্যে ২২ তারিখ নির্ধারণ করা হয়েছে। কারণ ২২ তারিখ রবিবার লেবাননে সরকারি ছুটির দিন।

এবারে বৈশাখী বর্ষবরণ আয়োজনের কর্মসূচী হিসেবে থাকবে অতিথিদের আসনগ্রহণ, পহেলা বৈশাখ উপলক্ষে তথ্যচিত্র প্রদর্শন, মান্যবর রাষ্ট্রদূতের স্বাগত বক্তব্য, সাংস্কৃতিক পরিবেশনা এবং সবশেষে আপ্যায়ন।

এছাড়াও বৈশাখী বর্ষবরণ অনুষ্ঠানকে পূর্ণতা এনে দিতে থাকছে বৈশাখী মেলা। মেলায় থাকবে চটপটি, ফুচকা, জিলাপিসহ বাঙালি মুখরোচক খাবারের পাশাপাশি রকমারি বিভিন্ন স্টল।

সেইসাথে ‘বাংলাদেশ দূতাবাসের’ আয়োজনে এবারের পহেলা বৈশাখ হবে লেবাননে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলা।

উক্ত অনুষ্ঠানে সকল বাংলাদেশি নাগরীকদেরকে অংশগ্রহণ করতে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন