কঙ্কাল হওয়া মরদেহটি কার?
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ , ১৬ এপ্রিল ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বর্ষবরণের দিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের রঘুরামপুর গ্রামের একটি ধানি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তবে মরদেহটি গলে অনেকটা কঙ্কালের মতো হয়ে যাওয়ায় নিহতের পরিচয় শনাক্ত করতে পারছে না পুলিশ।
কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা মরদহেটি উদ্ধার করেছি। তবে গলে যাওয়ায় মরদেহটি কার বোঝা যাচ্ছে না। আমরা ধারণা করছি মরদেহটি কোনো পুরুষেরই হবে। বাকিটা ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যাবে।
আপনার মন্তব্য লিখুন