সাকিবের অসাধারণ বোলিং : হায়দরাবাদের লক্ষ্য ১৩৯
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ , ১৫ এপ্রিল ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
স্পোর্টস ডেস্ক: বৃষ্টি বিঘ্নিত ম্যাচ। স্বাভাবিকভাবেই লো স্কোরিং হয়ে উঠেছে। টস হেরে ব্যাট করতে নেমে ইডেন গার্ডেনে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেনি। সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদের সামনে লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ১৩৯ রানের।
টস হেরে ব্যাট করতে নামার পর ৭ ওভার খেলা হওয়ার পরই নামে বৃষ্টি। যে কারণে ১ ঘণ্টা খেলা বন্ধ থাকে। আবার খেলা শুরু হলে সে অবস্থায় খুব বেশি দুর এগুতে পারেনি। বিশেষ করে বিলি স্ট্যানলেক এবং সাকিব আল হাসানের অসাধারণ বোলিংয়ের কারণে রান বাড়াতে পারেনি কেকেআর।
৩৪ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন ক্রিস লিন। ২৭ বলে ২৯ রান করেন অধিনায়ক দিনেশ কার্তিক। নিতিশ রানা করেন ১৮ রান। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে কেকেআরের সংগ্রহ দাঁড়ায় ১৩৮ রান।
সাকিব আল হাসান ৪ ওভার বোলিং করে ২১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বিলি স্ট্যানলেকও ৪ ওভারে দিয়েছেন ২১ রান। তিনিও নিয়েছেন ২ উইকেট। ইনজুরি থেকে ফেরা ভুবনেশ্বর কুমার ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট। ১ উইকেট নেন সিদ্ধার্থ কাউল।
এ রিপোর্ট লেখার সময় ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ ওভারে ২ উইকেট হারিয়ে সানরাইজার্স হায়দরাবাদের সংগ্রহ ৪৯ রান। ১ রানে উইলিয়ামসন এবং মানিশ পান্ডে রয়েছেন ১ রানে।
আপনার মন্তব্য লিখুন