৭ই জুন, ২০২৩ ইং | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

রাজ্যসভার পুরো বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন শচিন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:১১ পূর্বাহ্ণ , ২ এপ্রিল ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়ার ঘটনা একেবারে বিরল নয়। তবে বেশিরভাগ রাজনীতিবিদের মতো ক্রিকেটাররা হয়তো নিজের লাভের জন্য রাজনীতি করেন না। ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারকেই দেখুন। রাজ্যসভার বেতনের পুরো টাকাটাই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে দিয়েছেন তিনি!

রাজ্যসভার সাংসদ হিসাবে শচিনের মেয়াদ শেষ হয়েছে সম্প্রতি। গত ৬ বছরে বেতন বাবদ তিনি প্রায় ৯০ লক্ষ টাকা আয় করেন। সেই সঙ্গে অন্যান্য মাসিক ভাতাও পেতেন। সেই সব টাকা নিজে না নিয়ে তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে দিয়েছেন।

শচীনের এই অবদানকে স্বীকৃতি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরও। নরেন্দ্র মোদির দপ্তর থেকে জাতীয় দলের সাবেক অধিনায়ককে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

তবে আরেকটি কথাও কিন্তু উঠছে। শচিনের রাজ্যসভায় উপস্থিতির হার খুবই কম ছিল। সেই বিতর্ক চাপা দিতেই কি মাস্টার ব্লাস্টারের এমন পদক্ষেপ? সমালোচকরা এমন প্রশ্নও তুলছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন