১লা জুন, ২০২৩ ইং | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

লন্ডনে রুশ বিমানে তল্লাশি, মস্কোর হুমকি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:১৫ পূর্বাহ্ণ , ১ এপ্রিল ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় বলেছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে রুশ বিমানে তল্লাশির বিষয়ে উপযুক্ত ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেয়া হবে। শুক্রবার ব্রিটিশ কর্মকর্তারা রাশিয়ার অ্যারোফ্লোট এয়ারবাসএ৩২১-তে তল্লাশি চালায়। তল্লাশির সময় বিমানের ক্রুদের সেখানে থাকতে দেয়া হয়নি বলে অভিযোগ মস্কোর।

এ সময় বিমানের ক্যাপ্টেন ব্যাখ্যা দাবি করলেও কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। বিমানটি মস্কো থেকে লন্ডনে পৌঁছার একদিন পর সেটাতে তল্লাশি চালানো হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা বলেছেন, এর মাধ্যমে ব্রিটেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

তিনি বলেন, এটি ব্রিটেনের পক্ষ থেকে আরও একটি উসকানি। তারা বিমানের ভেতরে এমন কিছু করেছে যা তারা গোপন রাখতে চায় এবং এ কারণেই রুশ বিমানের কাউকে তাদের সঙ্গে থাকতে দেয়নি।

রাশিয়ার সাবেক গোয়েন্দা স্ক্রিপালকে নিয়ে যখন দুই দেশের মধ্যে টানাপড়েন চলছে ঠিক তখনই ব্রিটেনের পক্ষ থেকে এ পদক্ষেপ নেয়া হলো। রুশ বিমানটি এরইমধ্যে নিরাপদে মস্কো ফিরেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন