সাইপ্রাসের নতুন পররাষ্ট্রমন্ত্রী নিকোস ক্রিস্টোডুলিডিসের সাথে লেবাননের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০৮ পূর্বাহ্ণ , ৩০ মার্চ ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
লেবানন থেকে জহির রায়হান: লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার গত বুধবার (২৮ মার্চ) সাইপ্রাসের নতুন পররাষ্ট্রমন্ত্রী নিকোস ক্রিস্টোডুলিডিসের সাথে লেবাননের হোটেল ফিনিশিয়া কন্টিনেন্টাল ইন্টারন্যাশনালে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস ক্রিস্টোডুলিডিস এবং মান্যবর রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।
রাষ্ট্রদূত সাক্ষাৎকালে ১০ লক্ষাধিক মিয়ানমারের নাগরিকদের নিরাপদে দেশে প্রত্যাবাসনের জন্য সাইপ্রিয়ট সমর্থন সহ দ্বিপক্ষীয় স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় সাইপ্রিয়টের পূর্ণ সমর্থন থাকবে বলে সাইপ্রাসের নতুন পররাষ্ট্রমন্ত্রী নিকোস ক্রিস্টোডুলিডিস রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারকে আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে রাষ্ট্রদূতের প্রীতিভোজ।
বিশেষ একটি কাজের জন্য এক দিনের সফরে সাইপ্রাসের নতুন পররাষ্ট্রমন্ত্রী নিকোস ক্রিস্টোডুলিডিস লেবাননে এসেছিলেন।
আপনার মন্তব্য লিখুন