বিজয়নগরে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় স্কুলছাত্র নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ , ৩০ মার্চ ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
বিজয়নগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় তাসফি আহমেদ (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসফি ওই গ্রামের মধ্যপাড়া মহল্লার মজনু মিয়ার ছেলে। সে স্থানীয় দৌলতবাড়ি কিন্ডার গার্টেনের প্লে শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, সকালে তাসফি বাড়ি থেকে হেঁটে স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদ ভবনের দক্ষিণ পাশের সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাসফিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূইয়া দুর্ঘটনার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য লিখুন