কসবায় দুই ভূয়া চিকিৎসক আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৩৪ পূর্বাহ্ণ , ২১ মার্চ ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন চারগাছ বাজারে আমির হোসেন শিশু ও জেনারেল হাসপাতাল থেকে দুই ভূয়া চিকিৎসক আটক করেছেন।এরা হলেন, জেলার কসবা উপজেলার মৃত: আমির হোসেনের ছেলে মোঃ রেজাউল করিম (৪০) ও একই এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী কুলসুম আক্তার (২৪)।
র্যাব জানায়, বিশেষ নজর দারীর ফলে গোপন সংবাদে ভিওিতে সোমবার বিকালে ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ নেতৃত্বে কসবা উপজেলা সহকারী ভূমি কমিশনার জোবাইদা আক্তার ও উপজেলা সিভিল সার্জন প্রতিনিধি ডঃ আসাদুজ্জামান ভূঁইয়া’কে নিয়ে চারগাছ বাজারে উক্ত হাসপাতালে অভিযান পরিচালনা করে দুই ভূয়া ডাক্তারকে আটক করে। পরবর্তীতে তাদের দেহ তল্লাশী করে ভূয়া ভিজিটিং কার্ডসহ সেবাগ্রহীতাদের কাছ থেকে তাদের দেয়া ভূয়া চিকিৎসাপত্র জব্দ করা হয়। এই ভূয়া চিকিৎসকদের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ সিজারকৃত রোগী, আলট্রাসনোগ্রাম করা ভুক্তভোগী রোগীদের কাছে অপকর্মের কথা জানা যায়। এরই প্রেক্ষিতে তাদের রিরুদ্ধে ভূয়া চিকিৎসা দেওয়ার অপরাধে কসবা উপজেলা সহকারী ভূমি কমিশনার জোবাইদা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাৎক্ষণিক মোবাইল কোর্টের আওতায় এনে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। র্যাব-১৪ সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার চন্দন দেবনাথ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
আপনার মন্তব্য লিখুন