আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস আজ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ , ২১ মার্চ ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
জহির রায়হান: আজ ২১শে মার্চ, বিশ্ব বর্ণবৈষম্য দিবস। নানান দেশে নানাভাবে পালন হয় দিবসটি। “বর্ণবৈষম্য কে না বলে, এগিয়ে চলি এক তালে”-এমন প্রতিপাদ্যে পালিত হচ্ছে দিবসটি।
দেশের সাথে দেশ, সাদা আর কালোতে, জাতি আর ধর্মের নানা বর্ণবাদী বৈষম্যে নিপীড়িত হয়েছেন, সহিংসতায় প্রাণ দিয়েছেন অগণিত মানুষ। আবার এই বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই-সংগ্রামেও প্রাণ দিতে হয়েছে অগণিত মানুষকে।
বাংলাদেশে বসবাসরত প্রায় ৩০ লাখ উপজাতির মধ্যে অনেকেই শুধু উপজাতি হওয়ার কারণে বৈষম্যের শিকার হচ্ছেন। এদের বাইরে দরিদ্র নারী, প্রবীণ নারী, প্রতিবন্ধী নারী, দলিত নারী, যৌনকর্মী, বেদে নারীসহ সমাজের বিভিন্ন অস্পৃশ্যতার শিকার নারীর প্রতি বৈষ্যম্যের চিত্র আরো করুণ। এই আধুনিক প্রযুক্তির যুগেও পৃথিবীর অনেক জায়গায় এখনো বর্ণবৈষম্য টিকে আছে।
দক্ষিণ আফ্রিকার শার্পভিলে রাষ্ট্রের বর্ণবাদী আইন পাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে নিহত হলেন ৬৯ জন মানুষ। সেও অর্ধশতাব্দী পার হয়ে গেল। ১৯৬০ সালের ২১ মার্চ ওই বর্বর হত্যাকাণ্ডের দিনটিকেই ১৯৬৬ সালে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ।
বাংলাদেশেও অনেক আগে থেকেই পালিত হয়ে আসছে দিবসটি। সরকারের পক্ষ থেকেও নানা কর্মসূচী নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন স্কুলকলেজ এ বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের কাছে সচেতনতামুলক বানী, বক্তৃতা, তথ্য তুলে ধরা হয়। জাতিসংঘের অন্তর্ভুক্ত সকল দেশেই আজ বিশ্ব বর্ণবৈষম্য দিবস পালন হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন