ধরখার আয়েশা সিদ্দিক (রাঃ) জামে মসজিদের মুয়াজ্জিন আর নেই!
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ , ১০ মার্চ ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
জহির রায়হান : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলাধীন ধরখার গ্রামের বাসিন্দা ও ধরখার আয়েশা সিদ্দিক (রাঃ) জামে মসজিদের মুয়াজ্জিন শেখ মোঃ হান্নান মিয়া আর নেই। ধরখার তার নিজ বাসভবনে আজ শনিবার (১০ মার্চ) আনুমানিক ভোর ৪টায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। কর্মজীবনে তিনি ৫ বছর ধরে সুনামের সাথে উক্ত মসজিদে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ধরখার এলাকায় শোকের ছায়া নেমে অাসে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাযা বিকাল ৪টায় আজ বাদ আছর ধরখার আয়েশা সিদ্দিক (রাঃ) জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে। নামাজের জানাজা শেষে ধরখার কবরস্থানে লাশ দাফন করা হবে।
আপনার মন্তব্য লিখুন