আবারও সৌদি সফরে সাদ হারিরি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ , ১ মার্চ ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
সৌদি আরবে গিয়েই গতবার দিয়েছিলেন পদত্যাগের ঘোষণা। দেশে ফিরে সেই অবস্থান থেকে সরে আসেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। এরপর আবারও সৌদি আরব সফরে গেছেন হারিরি। গতকাল বুধবার রিয়াদ পৌঁছেছেন তিনি। সেখানে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন তিনি।
গত বছর ৪ নভেম্বর সৌদি সফরে গিয়ে আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন সাদ হারিরি। পদত্যাগের কারণ হিসেবে ইরান সমর্থিত শিয়াপন্থি সংগঠন হিজবুল্লাহকে দায়ী করেন তিনি। হারিরি বলেছিলেন, খুন হওয়ার ভয়েই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। সূত্র: আলজাজিরা।
আপনার মন্তব্য লিখুন