লেবাননে দিনের শুরুতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ , ২১ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
লেবানন থেকে জহির রায়হান : একুশের দিনের শুরুতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে লেবাননে বাংলাদেশ দূতাবাস, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লেবাননে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী, আওয়ামীলীগ, বিএনপি, বিভিন্ন সামাজিক সংগঠনসহ প্রবাসী বাংলাদেশীরা।
প্রতি বছরের মতো এবারও অমর একুশের দিনের শুরুতে দূতাবাসের ছাদে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।
আজ বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ১ মিনিটে জাতীয় পতাকাঅর্ধনির্মিত করে দূতাবাসের ছাদে নির্মিত অস্থায়ী শহীদ মিনারের বেদিতে বাঙ্গালী জাতি ও সকল প্রবাসীদের পক্ষে রাষ্ট্রদূত শ্রদ্ধা নিবেদন করেন। তারপর কিছু সময় নীরবে দাঁড়িয়ে মহান একুশের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানান। এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর বেজে ওঠে।
রাষ্ট্রদূত জাতি ও প্রবাসী বাংলাদেশীদের পক্ষে পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা অর্পণের পর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লেবাননে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাগণ শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
লেবানন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদনের পর বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি শ্রদ্ধা নিবেদন করেন। লেবানন কেন্দ্রীয় বিএনপি ও কেন্দ্রীয় যুবদলের শ্রদ্ধা নিবেদনের পর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন বি-বাড়িয়া তিতাস প্রবাসী সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। তারপর পর্যায়ক্রমে ভাইবোন সংগঠন, শাহজালাল সংগঠনসহ মোট ৬টি সেচ্ছাসেবী সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দরা শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দূতাবাসের নেয়া কর্মসূচির মধ্যে এটা ছিল সকালবেলার প্রথম অধিবেশন। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকাল ৫টায়। দ্বিতীয় অধিবেশনের কর্মসূচীগুলোর মধ্যে থাকবে পবিত্র কোরআন তিলাওয়াত, বানী পাঠ, দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান।
দ্বিতীয় অধিবেশনের এসব কর্মসূচীগুলোতে অংশগ্রহণ করতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, কমিউনিটি নেতৃবৃন্দ ও প্রবাসীদের উদাত্ত আহ্বান করেন রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।
আপনার মন্তব্য লিখুন