চাওয়া-পাওয়া!
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ , ১৪ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
কবিতা
চাওয়া-পাওয়া
লেখক: জহির রায়হান (সাংবাদিক)
আমার চাহিদা অনেক প্রাচীন
লালসার টানে করুনাবিহীন
পিশাচের মত একাগ্র আমি
নতুন স্বাদের খোঁজে।
এই আকাঙ্ক্ষা যুগ যুগান্ত ধরে
সঞ্চিত শুধু তোমাকে ঘিরে
তোমাকে ঘিরেই ঘটতে থাকে
আমার মূল্যবোধের অবক্ষয়।
হয়ে আমি উঠি প্রতিহিংসা পরায়ণ
করি শোষণ, অত্যাচার আর নিপীড়ন
ধনী-গরিবের মাঝে তুলি দেয়াল
সব চাওয়া-পাওয়ার মাত্রা
জুড়েইতো তোমার অবস্থান।
সাধারণ মানুষের মৌলিক অধিকার
নিশ্চিত করাতো রাষ্ট্রের-ই দায়ভার
রাষ্ট্রই যখন হয় শোষণের যন্ত্র
আমার প্রতিভারা পায় তখন বাঁচার মন্ত্র।
আপনার মন্তব্য লিখুন