পূর্ব বিরোধে জেরে ছুরিকাঘাতে হত্যা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ , ১১ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
কসবা উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইয়াকুব রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার বিকেল উপজেলার খাড়েরা ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব ওই গ্রামের মিজান ভাণ্ডারির ছেলে। ঘাতক ইব্রাহিমকে (৩২) আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের আবদুর রহমানের ছেলে।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে পূর্ব বিরোধের জের ধরে ইব্রাহিম রাধানগর গ্রামে ইয়াকুবের বাড়িতে গিয়ে তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কি নিয়ে ইয়াকুব ও ইব্রাহিমের বিরোধ ছিল সেটি এখনও জানা যায়নি। ঘাতক ইব্রাহিমকে পুলিশ আটক করেছে।মামলার প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য লিখুন