নবীনগরে অটোরিকশচাপায় শিশু নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ , ৩১ ডিসেম্বর ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নবীনগর উপজেলায় অটোরিকশার নিচে চাপা পড়ে ইয়ামিন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার সোহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন উপজেলার ভোলাচং গ্রামের মান্নান মিয়ার ছেলে।
নবীনগর থানা পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) রাজু আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে সোহাতা এলাকায় একটি অটোরিকশা ইয়ামিনকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আপনার মন্তব্য লিখুন