লেবাননে দুই নতুন বিচারকের শপথ গ্রহন
ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ , ২৩ ডিসেম্বর ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ডেস্ক রিপোর্ট : লেবাননে রাষ্ট্রপতি মিশেল আওন এবং বিচারপতি সেলিম জেরিসাতি গত শুক্রবার বাবাব প্রাসাদে দুই নতুন বিচারপতির শপথ গ্রহণ করেন।
রাষ্ট্রপতির টুইটার একাউন্ট অনুযায়ী, ইউসুফ নাসর ও মোহাম্মদ তালাল বেয়দুন বিচারপতি হিসেবে শপথ নেন।
গত অক্টোবরে জারিসাতি, আউন, প্রধানমন্ত্রী সাদ হরিরি, প্রতিরক্ষামন্ত্রী ইয়াকুব সারফ এবং অর্থমন্ত্রী আলী হাসান খলিলের অনুমোদনের পর ৪৩১ জন নতুন বিচারক নিয়োগ করা হয়েছিল। ইতোমধ্যে বিচার বিভাগের আরো ৯০ টি পদ শূন্য হয়েছে।
বিচারিক বছর খোলার সময়ে মিশেল আওন বলেন, ন্যায়বিচার সিস্টেম সংস্কারের জন্য। তিঁনি আরো বলেন,”আমরা বিচার বিভাগকে একটি নির্বাচিত কর্তৃপক্ষ করতে পরিবর্তনের মাধ্যমে যেতে পারি; তারপর এটি প্রশাসনিক স্বশাসনের সঙ্গে একটি স্বাধীন কর্তৃপক্ষ হয়ে উঠবে, “তিনি বৈরুতে প্যালেস অফ জাস্টিস এ একটি অনুষ্ঠানের সময় এ কথা বলেন।
এর আগে শুক্রবারে মিশেল আউন ইতালীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল ক্লডিও গ্র্যাজিয়ানো এবং লেবাননের মেসিমো মারোটি থেকে ইতালীয় রাষ্ট্রদূত বাবদ প্রাসাদে মিলিত হন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ও লেবাননের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
আপনার মন্তব্য লিখুন