ব্রাহ্মণবাড়িয়ায় হইস্কি ও ইয়াবা উদ্ধার, আটক ৩
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ , ১২ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মণবাড়িয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিশেষ অভিযানে ১৬৫ বোতল হইস্কি ও ১০৮ পিছ ইয়াবা উদ্ধার হয়েছে। এ সময় মাদক রাখার দায়ে তিন মাদক কারবারি আটক করা হয়েছে। এরা হলেন,জেলার আখাউড়া মুগরা বাজার এলাকার নোয়াব মিয়ার ছেলে ইউসুফ মিয়া( ৩২) ও একই উপজেলার রাধানগর দাস পাড়া এলাকার মৃত: মোহন মিয়ার ছেলে রফিকুল ইসলাম তাঁর স্ত্রী হোসনে আরা বেগম (৪০)।
জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহম্মদ জিল্লুর রহমান জানান,সোমবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিওিতে অভিযানে পরিচালনা করে উপজেলার রাধানগর এলাকার দাস পাড়ায় মাদক ব্যবসায়ী রফিকুলসহ তার স্ত্রী হোসনে আরাকে বসত ঘর আটক করা হয়। সে সময় রফিকুলের দেহ তল্লাশি করে ৭৮ পিছ ও তার স্ত্রী দেওয়া তথ্য মোতাবেক আরো ৩০পিছ মোট ১০৮ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আর আগে সন্ধ্যা ৬টার দিকে আখাউড়া মুগড়াবাজার এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ইউসুফ বাড়িতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করি। এ সময় তার বসত ঘরে বিক্রির জন্য রাখা হোয়াইট মিষ্টিক (বটকা) ৪৫ বোতল, ম্যাগডোয়েল নাম্বার (হইস্কি) ৮০বোতল ও হোয়াইট ম্যাজিক( জিম) ৪০ বোতল উদ্ধার করা হয়। এখানে তিন ধরনের মোট ১৬৫ বোতল মদ ও হইস্কি উদ্ধার করা হয়। পৃথক অভিযানে উদ্ধারকৃত মাদকসহ আটকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
-ব্রাহ্মণবাড়িয়াটাইমস ডেস্ক
আপনার মন্তব্য লিখুন