২১শে মার্চ, ২০২৩ ইং | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

ছবিতে কোহলি-আনুশকার বিয়ে

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ , ১২ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

অবশেষে কয়েক মাস ধরে চলা গুঞ্জন সত্যি হল। গত ৯ ডিসেম্বর ইতালির মিলানে সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ও চলচ্চিত্র তারকা আনুশকা শর্মা বিয়ে করে ফেলেছেন। কোহলি ও আনুশকা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিয়ের ছবিও প্রকাশ করেছেন।

koholi-2

টুইটে তারা লিখেছেন, ‘আজ আমরা দুজন পরস্পরের সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকার প্রতিজ্ঞা করলাম। আজ এই আনন্দের সংবাদ আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে পেরে আমরা সত্যি আনন্দিত। এই সুন্দর দিনটি আমাদের পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থনে আরও বিশেষ হয়ে উঠেছে। আমাদের এই যাত্রার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

koholi-4

আগামী ২১ ডিসেম্বর মুম্বাইয়ে দুজনের বিয়ে পরবর্তী সংবর্ধনা হবে। দুজনের মধুচন্দ্রিমা অবশ্য দক্ষিণ আফ্রিকায়। নতুন বছরটা সেখানেই উদ্‌যাপন করবেন।

koholi-5

উল্লেখ্য, ২৯ বছর বয়সী কোহলি ও আনুশকা দুজনই ২০১৩ সাল থেকে প্রেম করছেন। শ্যাম্পুর বিজ্ঞাপনের শুটিংয়ে দুজনের পরিচয়। এর মধ্যে দুজনের একবার ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। তবে দুজনের জুটি যে স্বর্গ থেকে রচিত। অভিনন্দন মিস্টার অ্যান্ড মিসেস কোহলি!

koholi-7

koholi-8

koholi-3

koholi-6

এমআর/পিআর

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আরও পড়ুন