৩০শে মার্চ, ২০২৩ ইং | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ‘যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক’ নির্বাচিত হলেন ব্রাহ্মণবাড়িয়ার সোহেল!

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ , ১১ ডিসেম্বর ২০১৭, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

লেবানন থেকে জহির রায়হান : লেবানন কেন্দ্রীয় আওয়ামীলীগ একাংশের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল মিয়া কে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী সংসদের ‘যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক’ নির্বাচিত করা হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর ২০১৭ইং তারিখ ঢাকা সুপ্রিম কোর্টের ৪০৩ নং মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতির সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির শূন্য পদে মোঃ সোহেল মিয়াকে যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত করা হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে সোহেলকে সংগঠনের যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করার কথা নিশ্চিত করা হয়। সূত্র: বিবিএফ/কেন্দ্রীয় কমিটি/২০১৭-১৮৫।

ক্ষমতাসীন দলের অন্যতম এই সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি শেখ ওয়াসিউজ্জামান লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক রসায়নবিদ মোঃ জাফর ইকবাল এবং সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বাদল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সাংগঠনিক দক্ষতা মুজিবীয় আদর্শের প্রতি অানুগত্য ও অত্র সংগঠনের অবদান বিবেচনায় এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে মোঃ সোহেল মিয়াকে মনোনয়ন প্রদান করা হল।

তাঁরা আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে শেখ হাসিনার ‘ভিশন ২০২১’ বাস্তবায়নে একজন সক্রিয় সংগঠক হিসেবে আপনার মেধা, মনন, সার্বিক কর্মকান্ড ও সহযোগীতায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনকে সমৃদ্ধ করবে।

এ ব্যাপারে মোঃ সোহেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া টাইমসে বলেন, আমাকে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত করায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক এবং জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিঁনি আরো বলেন, সংগঠনকে আরো শক্তিশালী এবং গতিশীল করতে সবার সহযোগীতা ও দোয়া চাই।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আরও পড়ুন