স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ , ৯ ডিসেম্বর ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। কাল রোববার রাতে গুলশান কার্যালয়ে ওই বৈঠক হবে। আজ শনিবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির ওই বৈঠকে দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে মূল আলোচনা হবে। একটি হচ্ছে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে সহায়ক সরকার ও বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ এবং আরেকটি হচ্ছে মেয়র আনিসুল হকের মৃত্যুতে সম্ভাব্য ঢাকা সিটি করপোরেশন নির্বাচন। এ ছাড়া সাংগঠনিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি বিষয়েও আলোচনা থাকবে।
ইতিমধ্যে স্ট্যান্ডিং কমিটির সব সদস্যকে উপস্থিত থাকার জন্য চেয়ারপারসনের কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন