সরকার আগাম নির্বাচনের কথা বললে আমরাও তা পারব সিইসি
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ , ৩০ নভেম্বর ২০১৭, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নির্ধারিত সময়ের আগে নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের নয়, সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
সম্প্রতি বিভিন্ন মহলে আগাম নির্বাচনের আলোচনার প্রেক্ষাপটে সাংবাদিকদের এক প্রশ্নে সিইসি এসব কথা বলেন। আগাম সংসদ নির্বাচনের জন্য একটি দলের সাধারণ সম্পাদক তাদের নেতা-কর্মীকে প্রস্তুতি নিতে বলেছেন। আগাম নির্বাচনের জন্য ইসি প্রস্তুত কি না— এই প্রশ্নে সিইসি বলেন, ‘আগাম নির্বাচন করার সিদ্ধান্ত নেয় সরকার। ভোট করার জন্য আমাদের হাতে ৯০ দিন সময় থাকে। সরকার আগাম নির্বাচনের কথা বললে আমরাও তা পারব।
আপনার মন্তব্য লিখুন