সমুদ্রে অনুধাবন করা যায় মহামহিম সৃষ্টিকর্তার সৃষ্টিরহস্যকে।
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ , ২২ নভেম্বর ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
সমুদ্র বরাবরই আমাকে টানে।আমার জীবনে সমুদ্র এবং পাহাড়ের আকর্ষণ দুর্নিবার।সৈকত ছেড়ে একটু ভিতরে,গভীরে গেলে সমুদ্রের সৌম্য,বিশাল অবয়বটি অন্যরকম অনুভূতি জাগায়।নিজেকে ক্ষুদ্রাতিক্ষুদ্র মনে হয়।অহংমুক্ত হবার ক্ষেত্রে সমুদ্রের জুড়ি মেলা ভার।এজন্যই বোধ হয় পবিত্র গ্রন্থে জ্ঞানীদেরকে সমুদ্র দর্শনে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সমুদ্রের এই অপার্থিব সৌন্দর্যের মাঝে একটু ভালভাবে অনুধাবন করা যায় মহামহিম সৃষ্টিকর্তার সৃষ্টিরহস্যকে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ এবং বিশেষ করে এসপি ট্যুরিস্ট পুলিশ,আমার অকৃত্রিম সুহৃদ জিল্লুর ভাইকে অসীম কৃতঞ্জতা স্বল্পসময়ে আমাদেরকে সুযোগটুকু করে দেওয়ার জন্য।
এমডি মনিরুজ্জামান,
আপনার মন্তব্য লিখুন