আগুনে দগ্ধ এক কর্মচারী পুড়ে গেছে চারটি দোকান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৩০ পূর্বাহ্ণ , ২০ নভেম্বর ২০১৭, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কালীবাড়ি মোড়ে অবস্থিত ‘নোমান ম্যানশন’ নামের একটি বিপণিবিতানে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান। এই আগুনে দগ্ধ হয়েছে একজন।
আগুনে দগ্ধ ব্যক্তি ওই চার দোকানের এক কর্মচারী। তাঁর নাম জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, আগুনে একটি ইলেক্ট্রনিক সামগ্রীর শোরুমসহ চারটি দোকানের মালামাল পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, সকালে ওই বিতান বিতানের পাশে নির্মাণাধীন একটি ফ্লাইওভারের শ্রমিকরা ধূমপান করছিলেন। তাঁদের সিগারেটের আগুন বিপণিবিতানের একটি গ্যাস সিলিন্ডারে পড়ে। সেই সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘সকালে কালীবাড়ি মোড়স্থ নোমান ম্যানশনে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে আমাদের অনুসন্ধান চলছে।
আপনার মন্তব্য লিখুন